ধামরাইস্থানীয় সংবাদ

ধামরাইয়ে করোনায় আরও ৩ জনের মৃত্যু, সংখ্যা বেড়ে ৬

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে গত দুইদিনে এক আইনজীবীসহ আরও তিনজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের সবাই পৌর এলাকার বাসিন্দা।

আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আজ শনিবার (১৩ জুন) থেকে পৌর এলাকা লকডাউন (অবরুদ্ধ) করা হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পৌর এলাকার দক্ষিণপাড়ার বিজয় সরকার (৩২) ও ইসলামপুর এলঅকার সুফিয়া বেগম (৭০) নারীর মৃত্যু হয়। এদিকে আজ শনিবার (১৩ জুন) সকালে মারা গেছেন পৌর এলাকার ইসলামপুরের আইনজীবী আব্দুর রহমান (৫০)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর রিফফাত আরা বলেন, লোকজন সচেতন না হওয়ায় আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা বাড়ছে। মৃত ব্যক্তিদের প্রায় সবাই পৌর এলাকার বাসিন্দা। গতদুইদিনের ব্যবধানে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবিসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ধামরাইয়ে ৬ জন মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ করেনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮৩ জনে।

Related Articles

Leave a Reply

Close
Close