ধামরাইস্থানীয় সংবাদ

ধামরাইয়ে করোনায় আক্রান্ত প্রথম মৃত্যু

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে  করোনায় আক্রান্ত হয়ে আনসার আলী নামে এক বৃদ্ধ (৬০) মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম কোন ব্যক্তির মৃত্যু হলো।

রোববার (৩১ মে) ভোরে ধামরাইয়ের কাকরাইনে নিজ বাড়িতে আনসার আলী মারা যান। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, গত বৃহস্পতিবার (২৮) মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল । পরে গতকাল শনিবার (৩০) রাতে পাওয়া ফলাফলে তাঁর করোনা ‘পজেটিভ’ দেখা যায়। এর কয়েক ঘন্টা পরে আজ রোববার ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, নিয়ম মেনে পুলিশের সহযোগিতায় তার নিজ এলাকায় দাফন সম্পন্ন করা হয়।

এদিকে ধামরাইয়ে মোট ৯৯৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ১০৪ জন করোনায় আক্রান্ত ও সুস্থ হয়েছেন ১০ জন।

Related Articles

Leave a Reply

Close
Close