করোনাধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদস্বাস্থ্য
ধামরাইয়ে করোনাজয়ী স্বাস্থ্যকর্মীকে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদকঃ সমাজের প্রথম সারির যোদ্ধারাই সবচেয়ে বেশি করোনা ঝুকিতে রয়েছে। এই ঝুকি নিয়েই স্বাস্থ্যসেবা দিতে গিয়ে করোনাক্রান্ত আক্রান্ত হয়েছিলেন ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী। দীর্ঘ ১৬ দিন পর সুস্থ হয়ে তিনি আজ বাড়ি ফিরলেন।
ধামরাই এর ইউএইচও ডাঃ নূর রিফফাত আরা ঢাকা অর্থনীতিকে জানান, গত ১৬ এপ্রিল থেকে পাঠানটোলানিবাসী ধামরাই এর মহিলা স্বাস্থ্যকর্মী ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সেই আইসোলেশনে ছিলেন। ১৪ দিন অতিবাহিত হওয়ার পর তার স্যাম্পল পাঠানো হলে তার রেজাল্ট নেগেটিভ আসে। পরবর্তীতে একদিন পর আবারো তার স্যাম্পল পাঠানো হলে আবারো তার করোনা নেগেটিভ আসে। এভাবে পরপর দুবার তার করোনা নেগেটিভ আসায় আজ শনিবার (০২ মে) তাকে রিলিজ দেয়া হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হবার সময় তাকে ফুল দিয়ে বিদায় জানান ধামরাইয়ের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সহকর্মীরা। এসময় তার হাতে পুষ্টিকর ফলের ডালিও তুলে দেন তারা।
উল্লেখ্য, এই স্বাস্থ্যকর্মীই ছিলেন ধামরাই উপজেলার প্রথম করোনা আক্রান্ত রোগী।
/আরএম