ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে উত্যক্তের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্নহনন; ৪ স্কুল ছাত্র আটক
ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে উত্যক্তের শিকার হয়ে অপমানে মুন্নি আক্তার(১৪) নামে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রীর আত্নহত্যা করেছে। এ ঘটনায় একই স্কুলের ৯ম শ্রেণীর ৪ ছাত্রকে আটক করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মুন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত মুন্নি আক্তার রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ও চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মনির হোসেনর মেয়ে।
আটককৃতরা হলেন-চৌহাট ইউনিয়নের চড় রাজাপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রবিন ইসলাম(১৭)একই ইউনিয়ন ও একই গ্রামের জাবিক হোসেনের ছেলে রাব্বি(১৫) ইউনুস খানের ছেলে সফিকুল খান(১৬)আব্দুল বারেকের ছেলে বকুল মিয়া(১৫)। এরা ৪ জনই রাজাপুর কহেলা বাহারাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় মুন্নি আক্তার স্কুলে গিয়েছিল। পরে বাড়ি ফিরে নিজ ঘরে আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে খবর নিয়ে প্রাথমিকভাবে জানা যায়, স্কুলে ৯ম শ্রেণীর রবিন ইসলামসহ চারজন মুন্নিকে উত্যক্ত ও কটুক্তি করে। সেই অপমান-অভিমানে মুন্নি আত্নহননের পথ বেছে নেয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উত্যক্তের শিকার হয়ে স্কুল ছাত্রী আত্নহননের পথ বেছে নেয়। তবে রবিনের সাথে আগের থেকেই পরিচয় ছিলো মুন্নির। আজ স্কুলে কোন বিষয় নিয়ে রবিনসহ চারজন তাকে উত্যক্ত করে। আটক ছাত্রের জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় নিহতের বাবা মনির হোসেন বাদী হয়ে ধামরাই থানায় নারী নির্যাতনসহ আত্নহত্যার প্ররোচণা মামলা দায়ের করেন।