ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ের ‘স্ত্রীর সহায়তায় ধর্ষণকারী’ মোকছেদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার ধামরাইয়ের বহুল আলোচিত ‘স্ত্রীর সহায়তায় ধর্ষণে’র মুলহোতা মোকছেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে মোকছেদ আলীকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার প্রধান আসামী মোকছেদ আলীকে নবীনগর থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাকি জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে মামলার অন্যতম আসামী মোকছেদ আলীর স্ত্রী উজলা বেগমকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ধামরাইয়ের আমতা ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে কৌশলে প্রতিবেশী কিশোরীকে ডেকে নিয়ে যায় উজলা বেগম। পরে তার সহায়তা কিশোরীকে ধর্ষণ করে স্বামী মোকছেদ আলী। এ ঘটনায় কিশোরী অন্তসত্ত্বা হয়ে পড়লে গত ২১ অক্টোবর পরিবার কাছে খুলে বলে ভুক্তভোগী। এদিকে জানতে পেরে ঘটনা ধাপা চাপা দিতে স্থানীয় মেম্বার ফারুক হোসেন সহ কয়েক জন বিচারের নামে ১ লাখ ৮০ হাজার জরিমানা করে টাকা নিয়ে ঘটনা চুপ থাকার হুমকি দেয় ভুক্তভোগী পরিবারকে।

বিচারের নামে টাকা ভাগভাটোয়ারার অভিযোগে স্থানীয় ইউপি মেম্বারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ভুক্তভোগীর পরিবার।

মোট ৭ আসামীরা হলো- আমতা ইউনিয়নের মৃত সাধু বেপারীর ছেলে মো. মোকসেদ আলী, স্ত্রী উজালা বেগম, আমতা ইউনিয়নের ইউপি সদস্য মো. ফারুক হোসেন, আলামিন, দরবার আলী, চান মিয়া ও সাংবাদিক পরিচয়দানকারী জসিম।

/আরএম

আরও পড়ুনঃ ধামরাইয়ে স্ত্রীর সহায়তায় স্বামীর ধর্ষণের শিকার হয়ে অন্তসত্ত্বা কিশোরী

Related Articles

Leave a Reply

Close
Close