দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
ধামরাইয়ের খেলতে গিয়ে বংশী নদীতে পড়ে শিশুর মৃত্যু
ধামরাই প্রতিবেদকঃ ধামরাইয়ের খেলতে গিয়ে বংশী নদীতে পড়ে শামীম নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে ধামরাইয়ের আইঙ্গন এলাকার বংশী নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু শামীম রংপুরের কুরিগ্রামের আব্দুর রশিদের ছেলে ৷ সে পরিবারের সাথে ধামরাই পৌরসভা আইনগন ইয়ার হোসেনের বাড়িতে থাকতো।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের মিয়া জানান, রোববার সকালে খেলতে গিয়ে বংশী নদীতে পড়ে ডুবে নিখোঁজ হয় শামীম। পরে বিকেলে পাশ্ববর্তী এলাকায় একই নদীর তীর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এন এইচ