ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত। তারা দুজনেই পেশায় মাংস ব্যবসায়ী বলে জানা গেছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. জিয়াউর রহমান (৪০) ও জানিব আলি (৫০)। তারা ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরের দিকে মানিকগঞ্জের একটি গরুর হাট থেকে মোটরসাইকেলযোগে জয়পুরার দিকে যাচ্ছিলো। এসময় বাথুলি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মানিকগঞ্জগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় দুই আরোহী।

গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close