বিশ্বজুড়ে
ধর্ষণের অভিযোগে স্পিকার আটক
ঢাকা অর্থনীতি ডেস্ক : নেপালে ধর্ষণের অভিযোগে দেশটির সাবেক স্পিকার কৃষ্ণ বাহাদুরকে আটক করেছে পুলিশ।এর আগে তার বিরুদ্ধে কাঠমান্ডুর একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
গত ২৯শে সেপ্টেম্বর নেপালের স্পিকারের কার্যালয়ের এক নারী কর্মী কৃষ্ণ বাহাদুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মাওবাদী বিদ্রোহী কৃষ্ণ বাহাদুর।
তবে অভিযোগের জেরে গত সপ্তাহে পদত্যাগ করেন তিনি। ২০০৭ সাল থেকে তিনি নেপালের পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০০৬ সালে নেপালের সরকারের সাথে মাও বিদ্রোহীদের শান্তি আলোচনায় মূল মধ্যস্ততাকারীর ভূমিকা পালন করেন তিনি। আর এর মাধ্যমে শেষ হয় এক দশক ধরে চলা গৃহযুদ্ধ।
/আরজে