দেশজুড়ে

দ্বিতীয় দফায় ভারত থেকে ফিরলো আরো ১৬৯ বাংলাদেশি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতে গিয়ে লকডাউনের কারণে আটকে পড়া আরো ১৬৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার(২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় দ্বিতীয় দফায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

করোনাভাইরাসের কারণে প্লেন চলাচল বন্ধ থাকায় এসব বাংলাদেশি ভারতে আটকা পড়েন। তারা চিকিৎসা ও ব্যবসায়িক কাজে ভারতে গিয়েছিলেন। এসব নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ উদ্যোগ নিলে ভারত বিশেষ ফ্লাইটের অনুমতি দেয়।

বিমানবন্দর সূত্র জানায়, বোয়িং ৭৩৭-৮০০ যোগে চেন্নাই থেকে ১৬৪ জন প্রাপ্তবয়স্ক এবং পাঁচজন শিশুকে নিয়ে ইউএস বাংলার ফ্লাইটটি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় দেশে পৌঁছে। ইমিগ্রেশনে স্ক্রিনিংয়ের পর তারা বিমানবন্দর ত্যাগ করবেন।

যদিও ভারত থেকে যেসব বাংলাদেশি দেশে ফিরেছেন, তাদের করোনাভাইরাস পরীক্ষা করেই যাওয়ার ছাড়পত্র দেয় কর্তৃপক্ষ। তারপরও প্রয়োজন অনুযায়ী তাদের প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হতে পারে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম গণমাধ্যমে বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটে বাংলাদেশিরা দেশে ফিরতে পারবেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close