বিনোদন

দ্বিতীয়বারের মতো জায়েদ খানকে ‘মৃত’ ঘোষণা ফেসবুকের!

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এমনিতেই আলোচনায় আছেন জায়েদ খান। এরই মধ্যে আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) জায়েদ খানের অফিশিয়াল ফেসবুক আইডিটিকে আবারও রিমেম্বারিং দেখাচ্ছে।

সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়। কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে বিষয়টি ঘটেছে উল্টো। তিনি বেঁচে থাকলেও এ নিয়ে দ্বিতীয়বার তাকে ‘মৃত’ ঘোষণা করেছে ফেসবুক!

ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি, যারা জায়েদ খানকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।’

এর আগে গত ২১ জানুয়ারি বিকেলেও জায়েদ খানের ভেরিফায়েড অ্যাকাউন্টটিকে ‘রিমেম্বারিং’ ঘোষণা করে ফেসবুক।

ধারণা করা হচ্ছে, কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারেন।

তখন জায়েদ খান সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘কেউ রিপোর্ট করে এ কাজটি করেছে। মিশা ভাইয়ের আইডিতেও একই অবস্থা। আমাদের কারা টার্গেট করেছে, কেন করেছে–কিছু জানি না। একটা বিব্রতকর অবস্থা। এটা শয়তানি করে করেছে।’

এর আগে অভিনেতা জিয়াউল হক পলাশকেও মৃত দেখাচ্ছিল ফেসবুকে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তিনি বলেছিলেন, ‘যে এ কাজ করেছেন, তার উত্তরোত্তর সমৃদ্ধি ও হেদায়েত কামনা করছি।’

Related Articles

Leave a Reply

Close
Close