ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসে আবারো আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম। দ্বিতীয় বারের মতো তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (০৮ ডিসেম্বর) করোনা উপসর্গ থাকায় তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। রিপোর্টে তাঁর করোনা পজিটিভ আসে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে তিনি রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।
/এন এইচ