দেশজুড়ে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। লঞ্চ চলাচল বন্ধ হলেও স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম জানান, দুটি রুটে মোট ৩৪টি লঞ্চ চলাচল করে। এর মধ্যে ছোট লঞ্চ ৮টি, যা কিনা শুক্রবার বিকেল থেকে বন্ধ রয়েছে। বাকি ২৬টি বড় লঞ্চ আজ দুপুর থেকে বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, এই নৌরুটে ফেরি বহরে মোট ১৭টি ফেরি রয়েছে। এদের মধ্যে দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বাকি ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে। তবে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘাট এলাকায় যানবাহনের কোনো চাপ নেই।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close