দেশজুড়ে
দেয়ালে দেয়ালে পরোয়ানাভুক্ত আসামিদের নাম ঝুলিয়ে দিয়েছে পুলিশ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেট জেলার বিভিন্ন থানায় কোর্ট থেকে ওয়ারেন্টভুক্ত রয়েছেন হাজারও আসামি। তাদেরকে গ্রেপ্তার করতে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের তালিকা সিলেট জেলার পৌরসভা, উপজেলা ও ইউনিয়নের দেয়ালে দেয়ালে টাঙিয়ে দেয়া হয়েছে।
সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের এমন উদ্যোগ অনেক প্রশংসনীয় বলে মনে করছেন সিলেটের সাধারণ মানুষ।
সিলেট জেলা পুলিশ জানায়, সিলেট জেলার সর্বমোট ১১টি থানার ৮৭টি ইউনিয়ন পরিষদ ও চারটি পৌরসভায় স্থাপিত বিট পুলিশিং কার্যালয়ে গ্রেপ্তারি পরোয়ানার আসামিদের নামের তালিকা টাঙানো হয়েছে।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন জানান, অনেক মানুষ জানেন না তিনি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। এই তালিকা সিলেটের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় টাঙানোর ফলে সবাই জানতে পারবেন। তাছাড়া আসামির নাম তালিকায় দেখলে আসামির অবস্থান যেকোনো ব্যক্তি পুলিশকে জানাতে পারবেন।
২০১৯ সালের ১৩ জুন সিলেটের পুলিশ সুপার হিসেবে ফরিদ উদ্দিন যোগদান করেন। এরপর থেকে তিনি একের পর এক গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন। পুলিশ বিভাগের ওপর মানুষের আস্থা আনতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে তিনি তার কার্যালয়ের নিচতলায় আলাদা একটি কাউন্টার খুলেছেন।
পুলিশ সুপার ফরিদ উদ্দিন আরও জানান, পুলিশের নিয়ম মাফিক কাজ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার করা। কিন্তু আসামিদের এই তালিকা টানানোর ফলে অনেকে আদালতে আত্মসমর্পণ করলে পুলিশ অন্য গুরুত্বপূর্ণ কাজে এগুতে পারবে।