দেশজুড়ে

দেড় কোটি টাকার কষ্টিপাথর জব্দ, আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নেত্রকোনার কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের একটি ডিম্বাকৃতির কষ্টিপাথরসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর বাজারের পাশে বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া নয়েল সরকারের ঘরে অভিযান চালিয়ে পাথরটি জব্দ করা হয়।

এ সময় পাচারকারী চক্রের মূলহোতা নয়েল সরকার (৩৮) পালিয়ে গেলেও চক্রটির সদস্য মো. আলমগীর (১৯) নামে একজনকে আটক করা হয়।

আলমগীর কলমাকান্দা উপজেলার ছয়টাক্কার ব্রিজ এলাকার শাহজাহান মিয়ার ছেলে। নয়েল সরকার কলমাকান্দার নলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা স্মৃতাকে বিয়ে করার সূত্রে ৯ বছর ধরে কলমাকান্দায় থাকেন। তিনি খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামের মৃত নির্বান সরকারের ছেলে।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে আলমগীরকে আটক করে। এসময় পাথরটি জব্দ করা হয়েছে। পাথরটির ওজন ছয় কেজি ৭০০ গ্রাম।

ওসি আরও জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নয়েল সরকার ও মো. আলমগীরসহ অজ্ঞাত তিন-চারজনের নামে থানায় মামলা করেছে। আটক আলমগীরকে আজ আদালতে পাঠানো হবে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close