দেশজুড়ে

দেশ উন্নতির দিকে যাচ্ছে বলেই ভোটার উপস্থিতি কম: আতিকুল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশ উন্নতির দিকে যাচ্ছে বলেই নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সিটি নির্বাচনে ভোটার উপিস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি এ কথা বলেন।

আতিকুল বলেন, দেশ উন্নত হচ্ছে, উন্নত দেশেও ভোটার উপস্থিতি কম থাকে। দেশ উন্নতির দিকে যাচ্ছে, তার প্রমাণ হলো ভোটার উপস্থিতি কম হওয়া।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে মানুষের ভোট দেয়ার হার কম থাকে।

শুক্র-শনিবার দুইদিন ছুটি থাকায় ঢাকার বাসিন্দাদের অনেকেই বাইরে বেড়াতে গেছেন বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা চলছে। শনিবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।

ভোটগ্রহণের শুরু থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে কিছু ভোটার বাড়লেও তা আশাব্যাঞ্জক ছিল না। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও তা স্বীকার করেছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close