দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইতালিতে চারদিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ( ৮ ফেব্রয়ারি) সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান।
এর আগে, রোম থেকে বৃহস্পতিবার বিকেলে ট্রেনে করে ইতালির মিলানে পৌঁছান প্রধানমন্ত্রী। মিলান থেকে শুক্রবার দুপুরে আমিরাত এয়ারলাইনসের একটি বিমানে যাত্রা করে দুবাই হয়ে ঢাকা পৌছান প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের আমন্ত্রণে গত মঙ্গলবার শেখ হাসিনা ইতালির রাজধানী রোমে পৌঁছান।
সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় অংশ নেন তিনি। খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাত করেন প্রধানমন্ত্রী। এছাড়াও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক ও রোমে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।