দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশে ফিরেও ছেলের কাছে যেতে পারিনি: বিদিশা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ‘বাবার মৃত্যু তে আমার ছেলে এরিক এর কান্নায় দেশবাসী ও কেঁদেছে। আমি পাগলের মতো ছুটে চলে এসেছি দেশে। কিন্ত দেশে এসে ও বাধার শিকার আমি। কোথায় স্বামী লাশ কোথায় ছেলে? আমার সাথে এরিক কে কথা ও বলতে দিচ্ছে না। দেখা করাতো দুরের কথা। এমনিতেই আমার ছেলে প্রতিবন্ধী। এই সময় যেখানে মাকে বেশি প্রয়োজন তখন আমার ছেলেকে নিয়ে ও রাজনীতি। শেষ পর্যন্ত মা হিসেবে ছেলের জন্য যদি জীবন দিতে হয় আমি তাই করবো।’
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা তার ফেসবুক পেজে এমনটাই লিখেছেন।
ভারত থেকে দেশে ফেরার পরও সাবেক স্বামী হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ দেখতে না দেওয়া ও তার ছেলে এরিক এরশাদের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ করেন তিনি।