দেশজুড়ে
দেশে ফিরেই বিমানবন্দরে শিল্পপতির স্ত্রী গ্রেফতার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দীর্ঘদিন কানাডায় থেকে দেশে ফিরতেই বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরের স্ত্রী মেহেরুন নেছা (৫০)।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোররাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ এই শিল্পপতির স্ত্রীকে গ্রেফতারের পর চট্টগ্রামের খুলশি থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।
মেহেরুন নেছার বিরুদ্ধে চেক প্রতারণা ও খেলাপি ঋণের দায়ে কমপক্ষে ১৫টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, মেহেরুন নেছার বিরুদ্ধে চেক প্রতারণা ও ঋণ খেলাপির দায়ে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দায়ের করা সর্বমোট ১৫টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ৯টি মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বেশ ক’বছর আগে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে মেহেরুন নেছা স্বপরিবারে কানাডা পাড়ি জমান।
এরই মধ্যে তার বিরুদ্ধে দায়েকৃত একাধিক মামলা সাজা ঘোষণা করে আদালত। সাজা ও গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে পুলিশ মেহেরুন নেছার বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে আগে থেকেই জানিয়ে রাখেন। দীর্ঘদিন পর মঙ্গলবার ভোরে মেহেরুন নেছা কানাডা থেকে দেশে ফেরেন। বিমান থেকে নামার পরই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের ইমিগ্রেশন পুলিশ মেহেরুন নেছাকে গ্রেফতার করে হেফাজতে নেন। এর পরই তাকে চট্টগ্রামের খুলশি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
মেহেরুন নেছার স্বামী বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান আলমগীরের বিরুদ্ধেও চেক প্রতারণা ও ঋণ খেলাপির একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। তারা পুরো পরিবার মিলে কানাডায় অবস্থান করায় পুলিশ দীর্ঘদিন তাদের গ্রেফতার করতে পারেননি।