দেশজুড়ে
দেশে তৈরি নিরাপদ ও আরামদায়ক গাড়ি বাজারে ছাড়লো পিএইচপি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পিএইচপি ফ্যামিলির অঙ্গপ্রতিষ্ঠান প্রোটন সাগা দেশের নিজস্ব কারখানায় তৈরি করছে নিরাপদ ও আরামদায়ক গাড়ি। ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’- এ শ্লোগানে নিজেদের তৈরি গাড়ি এরই মধ্যে বাজারে আনা হয়েছে।
এ ব্র্যান্ডের ৫০টি গাড়ি নিয়েছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি। বুধবার এক অনুষ্ঠানে ২০২১ মডেলের এসব গাড়ি সরবরাহ করা হয়।
পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু পপুলার লাইফ ইন্সুরেন্স এর ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর কাছে গাড়িগুলোর চাবি হস্তান্তর করেন।
এসব গাড়িতে পাঁচ বছরের ওয়ারেন্টির পাশাপাশি নানা আধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যাবে। নানা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এসব গাড়ি নিরাপদ ও আরামদায়ক করা হয়েছে বলেও জানান পিএইচপি অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ।
/এন এইচ