দেশজুড়েভ্রমন

দেশে ট্রেনের টিকেট কাটার নতুন নিয়ম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভ্রমণের জন্য ১০ দিন আগে টিকিট কাটার নিয়ম পরিবর্তন করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন নিয়ম অনুযায়ী ১০ দিনের বদলে পাঁচদিন আগে টিকিট কাটতে হবে। আগামী ৫ এপ্রিল নতুন এই নিয়ম কার্যকর হবে।

মঙ্গলবার (৯ মার্চ) রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ এপ্রিল ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে ইস্যু করা যাবে। এছাড়া, যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে ভ্রমণ বাতিল করলে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের বাকী টাকা ফেরত দেওয়া হবে। এসি টিকিটে এই সার্ভিস চার্জ ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা এবং অন্যান্য শ্রেণিতে ২৫ টাকা

এছাড়া, যাত্রার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার কম সময় বাকি থাকলে টিকিটের মূল্যের ২৫% টাকা কেটে রাখা হবে। একইভাবে, ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকলে টিকিট ফেরতের ক্ষেত্রে যাত্রী ৫০% টাকা ফেরত পাবেন।

আর যদি ১২ ঘণ্টার কম সময় এবং ছয় ঘণ্টার বেশি সময়ের মধ্যে টিকিট ফেরত দেওয়া হয়, তাহলে ৭৫% টাকা কেটে নেওয়া হবে। তবে ট্রেন ছাড়ার ৬ ঘন্টারও কম সময়ের মধ্যে টিকেট ফেরতযোগ্য হবে না।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close