দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশে টিকা নিলেন প্রায় ২৫ লাখ মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এখন পর্যন্ত ২৩ লাখ ৮০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এছাড়া রেজিস্ট্রেশন হয়েছে ৩৬ লাখের বেশি।
তিনি বলেন, দেশে ৪০ বছরের ঊর্ধ্বে ৪ কোটি মানুষ আছেন। ৩ কোটি ডোজ দেবে ভারতের সেরাম। এরইমধ্যে ২০ লাখ ডোজ উপহার দিয়েছে তারা। প্রয়োজনীয় ৮ কোটি ডোজ টিকা পেতে চেষ্টা করছে ভারত। আর যারা প্রথম ডোজ টিকা পেয়েছেন তাদের ২য় ডোজ টিকা দেওয়া শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
এ মাসে ৫০ লাখ ডোজ পাওয়ার কথা রয়েছে সেরামের থেকে তারা দিয়েছে ২০ লাখ। এজন্য বাকি ডোজ পেতে সেরাম ইনস্টিটিউটকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
/এন এইচ