দেশজুড়ে
দেশে টিকা উৎপাদনে ৩টি ওষুধ কোম্পানির সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য প্রাথমিকভাবে ৩টি ওষুধ কোম্পানির সক্ষমতা যাচাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কোম্পানিগুলো হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস ও পপুলার ফার্মাসিউটিক্যালস।
বুধবার প্রথম সভায় করোনাভাইরাস প্রতিরোধী টিকা সংগ্রহ ও বিতরণবিষয়ক আন্তমন্ত্রণালয় সংক্রান্ত পরামর্শক কমিটি এ সিদ্ধান্ত নেয়।
বৈঠকে কমিটির পক্ষ থেকে এই তিন কোম্পানির উৎপাদন সক্ষমতার ভিত্তিতে স্কোরিংয়ের মাধ্যমে মূল্যায়ন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে চূড়ান্ত সুপারিশ করতে বলা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায় সূত্র জানায়, বৈঠকে রাশিয়ার টিকা স্পুটনিক-ভি কেনার সরবরাহ চুক্তির জন্য বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে সম্ভাব্য পর্যবেক্ষণ সমন্বিত করে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এবং দর–কষাকষি করে সরবরাহ চুক্তি চূড়ান্ত করার কথা বলা হয়।
আপাতত ৬ কোটি টিকা (প্রতি মাসে ৫০ লাখ ডোজ) দ্রুত সংগ্রহের পরিকল্পনা এবং একক উৎসের পরিবর্তে বহুমাত্রিক উৎস থেকে তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য কম ও যৌক্তিক মূল্যে টিকা সংগ্রহ করার সিদ্ধান্ত হয়।
/এন এইচ