করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

দেশে গত ২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু, আক্রান্ত ২৪৮৫

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৪২ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৯৭ হাজার ৮৩ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৯৮৩ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৮৫ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৮৪ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৮২ হাজার ৮৭৫ জন।

দেশে (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

: Domácnice používají již dlouho: pětiletý prostředek proti Nesklouzavé a neklesající: jak se Jak jíst kakis: se slupkou
Close
Close