করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রেকর্ড

নিজস্ব প্রতিবেদকঃ দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত আরও ২১৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ১৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৬২৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, (কোভিড ১৯) করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২১৮৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫৩৪ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

প্রসঙ্গত, (কোভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close