দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশে ঈদুল আজহা ২১ জুলাই
ঢাকা অর্থনীতি ডেস্ক: পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২১শে জুলাই ঈদুল আজহা।
আজ রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখতে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এদিকে, সৌদি আরবে শুক্রবার রাতে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২০শে জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই হবে আরাফাতের দিন। এবার সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত মোট ৬০ হাজার মানুষকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। এরই মধ্যে তারা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। তবে করোনার কারণে চলতি বছরেও বিদেশিদের হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার।