প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

দেশের সেরা ব্র্যান্ড বিকাশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের সেরা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড নির্বাচিত হয়েছে বিকাশ।

রোববার (০৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০১৯-এ সেরা ১০০টি ব্র্যান্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে বিকাশ।

এছাড়া মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতেও সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে প্রতিষ্ঠানটি।

এ উপলক্ষে গত শনিবার (০৭ ডিসেম্বর) সেরা ব্র্যান্ডের পুরস্কার গ্রহণ করেন বিকাশের সিইও কামাল কাদীর।

ভোক্তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে যে ব্র্যান্ডগুলো সর্বাধিক গ্রহণযোগ্যতা অর্জন করেছে, ব্র্যান্ড ফোরাম তাদেরকে বিগত ১১ বছর ধরে পুরস্কার দিয়ে আসছে।

এ বছরও এই পুরস্কার দেওয়া হয়েছে নিয়েলসন বাংলাদেশের মাধ্যমে সারাদেশে পরিচালিত চার হাজার ভোক্তা জরিপের মাধ্যমে। এতে সহায়তা করেছে নিয়েলসন সাউথ এশিয়া।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close