দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বাতিল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ৪টি ফ্লাইট ছাড়া শনিবার মধ্যরাত থেকে দেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনা প্রতিরোধে চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড ও হংকং ছাড়া মধ্যরাত থেকে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে সব ফ্লাইট বন্ধ হয়ে যাবে।
১০ দেশের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করেছে বাংলাদেশ। দেশগুলো হচ্ছে, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এসব দেশ থেকে কোনও ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারবে না।
/এন এইচ