বিশ্বজুড়ে

দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর করার কথা জানিয়েছে প্যাটেল

ঢাকা অর্থনীতি ডেস্ক: আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার (২২ জানুয়ারি) ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল। খবর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের।

বাংলাদেশের সঙ্গে পার্টনারশিপের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে বেশকিছু উদ্যোগ নেয়ার কথাও জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র।

ভেদান্ত প্যাটেল বলেন, আমি আগেও বলেছি– গত বছর বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর ছিল। জলবায়ু ও নিরাপত্তাসহ বেশকিছু ক্ষেত্রে সহযোগিতার সুযোগ রয়েছে বলে আমরা বিশ্বাস করি।

ভেদান্ত প্যাটেল আরও বলেন, এসবের মাধ্যমে বেসরকারি খাতের সঙ্গেও কাজ করতে পারব আমরা। যা দুই দেশের সম্পর্ক গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close