শিল্প-বানিজ্যশেয়ার বাজার
দেশের প্রধান দুই শেয়ারবাজারে সূচকের ইতিবাচক ধারায় চলছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান দুই শেয়ারবাজারে সূচকের ইতিবাচক ধারায় চলছে লেনদেন। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসি সূত্রে জানা গেছে, বেলা ১০টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইয়ের সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেনে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৮১৯ পয়েন্টে। তবে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৪৩৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৫৮২ পয়েন্টে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৫০টির শেয়ারের দাম বেড়েছে। আর কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে একই সময়ে সিএসই এর সিএএসপিআই সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৮৯২ পয়েন্টে অবস্থান করছে।
/এন এইচ