দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশের প্রথম লকডাউন মুক্ত ঘোষণা মানিকগঞ্জের বড়ইচড়া গ্রাম
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচ-বড়ইচড়া গ্রামটি দুইদিন পর মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে লকডাউন মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নিবার্হী কর্তকর্তা (ইউএনও) জানান, মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে গ্রামটির সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
গত রোববার(২৯ মার্চ) সকাল ১০টার দিকে ওই গ্রামটির সুচিত্রা নামের ৩২ বছরের এক নারী জ্বর-সর্দি নিয়ে মানিকগঞ্জ সদরের মুন্নু হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে।
সোমবার(৩০ মার্চ) রাতে সুচিত্রার রিপোর্ট নেগেটিপ আসলে ওই গ্রামটিকে মঙ্গলবার(৩১ মার্চ) থেকে লকডাউন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন।
আরও পড়ুনঃ মানিকগঞ্জে করোনা লক্ষণ নিয়ে নারীর মৃত্যু, বড়ইছড়া গ্রাম লকডাউন
করোনায় আক্রান্ত ছিলেন না মানিকগঞ্জের সুচিত্রা সরকার
/এন এইচ