দেশজুড়েপ্রধান শিরোনাম

‘দেশের নারীদের সম্ভাবনার মুক্ত আকাশ দেখিয়েছেন প্রধানমন্ত্রী’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের নারীরা এখন বন্দি নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দেখিয়েছেন সম্ভাবনার মুক্ত আকাশ। তাদের হাতে হাতে এখন বিশ্বজয়ের প্রযুক্তি। ঘরে বসেই আয় করছে লাখ লাখ নারী। গৃহকোণ থেকে মোবাইলে প্রতিমুহূর্তে যোগাযোগ করছে দেশ-বিদেশে, নিচ্ছে তথ্যসেবা।

মঙ্গলবার নিজ সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী। কিন্তু বিএনপির শাসনামলে ফাহিমা, পূর্ণিমার মতো হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল। যে অপশক্তি নারীর এগিয়ে যাওয়া রুদ্ধ করতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক।

তিনি বলেন, সংখ্যালঘু নারীদের ওপর বিএনপি সরকার যে নির্যাতন চালিয়েছিল, তা ১৯৭১-এর পাক-হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল। শেখ হাসিনা সরকার একদিকে নারীর প্রতি লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে যেমন কঠোর, অপরদিকে নারী উন্নয়নের সব সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিতেও সচেষ্ট।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close