দেশজুড়েপ্রধান শিরোনাম

দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন। শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত আনুমানিক ৩টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃণাল হক। শুক্রবার রাতে সুগার লেভেল কমে যায়, পাশাপাশি অক্সিজেনের মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

দেশে ফিরে নিজ উদ্যোগে নির্মাণ করেন মতিঝিলের ‘বক’ ভাস্কর্যটি। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম। এছাড়া সারা দেশে তিনি অনেকগুলো ভাস্কর্যের কাজ করেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close