দেশজুড়েপ্রধান শিরোনাম

‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ এর উদ্বোধনের সময় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী আরো বলেন, দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চায় না।

এ সময় দেশের অন্যান্য এলাকার চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোযোগী বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেইসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেন। তিনদিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন শিল্প আরো বিকশিত হবে মনে করছেন আয়োজকেরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, রাঙ্গামাটির এমপি দীপংকর তালুকদার, সংরক্ষিত নারী এমপি বাসন্তি চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close