বিশ্বজুড়ে

‘দেশি গরুর দুধে সোনা থাকে, তাই দুধের রং হলুদ’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশি গরুর দুধে ‘সোনা’ থাকে বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমান শহরের টাউনহলে ‘ঘোষ এবং গাভীকল্যাণ সমিতি’র সভায় সোমবার (৪ নভেম্বর) তিনি দাবি করেন, ‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়।’

বিজেপি এই নেতার ব্যাখ্যা, ‘দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি থাকে। সূর্যের আলো পড়লে, সেখান থেকে সোনা তৈরি হয়।’

বিজেপি নেতার এমন বক্তব্যে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। এছাড়া দেশটির বিজ্ঞানী-বিশেষজ্ঞদের একটা বড় অংশ দিলীপ ঘোষের এই বক্তব্য শুনে হতবাক। তাদের স্বীকারোক্তি, এমন ‘বৈজ্ঞানিক’ গবেষণা পৃথিবীর কোথাও হয়েছে বলে তাদের জানা নেই।

সোমবার দিলীপ ঘোষ আরো বলেন,‘বিদেশ থেকে যে গরু আনা হয়, তা ‘হাম্বা’ আওয়াজ করে না। যে ‘হাম্বা’ ডাকে না, সে গরুই নয়। গোমাতা নয়, ওটা আন্টি। আন্টির পুজো করে দেশের কল্যাণ হবে না।’

গরু নিয়ে এর আগে ভারতের আরো বিজেপি নেতারাও বিতর্কিত মন্তব্য করেছেন।

উত্তরাখণ্ডের বিজেপি মন্ত্রী রেখা আর্য দাবি করেছিলেন, ‘গরুই একমাত্র পশু, যে শ্বাস গ্রহণের সময় শুধু অক্সিজেন গ্রহণ করে না, প্রশ্বাসের সঙ্গে তা পরিবেশে ফিরিয়েও দেয়।’

এছাড়া বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাও দাবি করেছিলেন, তিনি স্তনের ক্যানসারে আক্রান্ত ছিলেন। গোমূত্র পান করে আর পঞ্চগব্য গ্রহণ করে নিজেকে সারিয়ে তুলেছেন।

Related Articles

Leave a Reply

Close
Close