দেশজুড়েপ্রধান শিরোনাম
দেশজুড়ে হবে ডিজিটাল পশুর হাট
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা মহামারিতে কোরবানির পশুর হাটের জনসমাগম ঠেকাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে চালু হওয়া ডিজিটাল হাট দেশব্যাপী সম্প্রসারিত করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার দেশব্যাপী এই ডিজিটাল হাট উদ্বোধন করা হবে বলে জানা গেছে।
হাটটির পরিচালনা কমিটির পক্ষে নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ডিজিটাল হাট.নেট (digitalhaat.net) একই ডোমেনে এখন সারাদেশ থেকে ডিজিটাল পশুর হাটে কেনাবেচা করা যাবে। এই বিষয়ে আজ সোমবার দুপুরে এই হাটের কারিগরি দিক সম্প্রসারণ করতে এটুআই’র একশপের কারিগরি টিমের সঙ্গে হাট পরিচালনা সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈঠকও হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সূত্র আরো জানায়, দেশব্যাপী হাট সম্প্রসারণ হলে ডিজিটাল হাট থেকে দেখে ক্রেতা সরাসরি বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে টাকা লেনদেন করবে। আর গ্রাহক পর্যায়ে প্রতারণা ঠেকাতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্তৃক অনুমোদিত বিক্রেতারাই শুধু হাটে পশু বিক্রি করতে পারবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
/এন এইচ