দেশজুড়ে
দুস্থদের চাল চুরির অভিযোগ; স্কুল কমিটির সভাপতি গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পটুয়াখালীতে দুস্থদের মাঝে বরাদ্দকৃত (ভিজিএফ) চাল চুরি করার অভিযোগে মো. জসিম উদ্দিন হাওলাদারকে (৪৩) নামে এক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জৈনকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ আলম বাদী হয়ে সদর থানায় জসিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন হাওলাদার ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মান্নান হাওলাদারের ছেলে এবং জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে দুস্থদের মাঝে বরাদ্দকৃত চাল বিতরণের জন্য জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে মজুদ রাখা হয়। সোমবার রাতে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার বিদ্যালয়ের নৈশ প্রহরী ইউসুফ হাওলাদারের কাছ থেকে ওই কক্ষের চাবি নিয়ে ১৪ বস্তা চাল অন্য কক্ষে সরিয়ে রাখেন।
মঙ্গলবার চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা চাল বিতরণ করতে গেলে চাল পরিমাণে কম হওয়ায় নৈশ প্রহরী ইউসুফ হাওলাদারের কাছে কৈফিয়ত চায়। একপর্যায়ে চাপের মুখে ইউসুফ স্বীকার করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম হাওলাদারের চাল চুরির কথা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যান মো. ফিরোজ আলম সদর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে চাল সরানোর কথা নিজের মুখে স্বীকার করেন জসিম হাওলাদার।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন এবং গ্রেপ্তারকৃত জসিম হাওলাদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।