দেশজুড়েশিক্ষা-সাহিত্য
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাবি শিক্ষার্থী গুরুতর আহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাফফায় নায়েম নাফি নামে একজন শিক্ষার্থী দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর।
আহত ওই শিক্ষার্থীকে প্রথমে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমজাদের মোড়ের এনআর ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও করে প্রতিবাদ এবং দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানান।
আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি মতিহার হলের আবাসিক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা তারেক নূর জানান, বুধবার রাতে নাফি নামের বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীকে স্থানীয় কিছু সন্ত্রাসী ছুরিকাঘাত করে। তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে ঢাকার পঙ্গু হাসপাতে পাঠানো হয় তাকে।
/এএস