শিক্ষা-সাহিত্য

দুর্ঘটনার কবলে যবিপ্রবির বাস, চালকের দক্ষতায় রক্ষা

যবিপ্রবি প্রতিবেদক: ক্যাম্পাস থেকে শহরগামী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

আজ সোমবার (০৮ জুলাই) বিকেল চারটার দিকে যশোর–ঝিনাইদহ মহাসড়কের শানতলায় এ ঘটনা ঘটে।

হাসনাহেনা বাসের চালক আহমাদ আলী সরদার জানান, ক্যাম্পাস থেকে মনিহারে যাবার জন্য দ্বিতল বাস ‘হাসনাহেনা’ (ঢাকা মেট্রো-ব ১১ ৬০৬২) নিয়ে যাবার সময় বিকাল চারটার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কে শানতলার সন্নিকটে পৌঁছালে বিপরীত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা দ্রুতগামী গড়াই বাস চাপ দিলে আমি তৎক্ষণাৎ আমার গাড়িটিকে ফুতপাতে নামিয়ে দিই। পরে চলন্ত বাসটি রাস্তার পার্শ্ববর্তী একটি বড় গাছে গিয়ে ঠেকে যায়। এতে করে গাড়ির সামনের উপরের অংশ ভেঙ্গে যায়।

বাসের থাকা শিক্ষার্থী জহুরুল ইসলাম জানান, গড়াই বাসের চালকেরা খুব বেপরোয়াভাবে গাড়ি চালায় যার ফলশ্রুতিতে প্রায়শই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে। শতাধিক শিক্ষার্থী নিয়ে আমাদের বাসটি স্বাভাবিকভাবেই চলছিলো আর তখন সামনে থেকে গড়াই বাস এসে চাপ দিলে আমাদের বাসের চালক মাটিতে নামিয়ে দেন। পরে দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করেন, ফলে বড় দুর্ঘটনা হাত থেকে সবাই রক্ষা পেলাম।

দুর্ঘটনায় বাসটির সামনের উপরের অংশ ভেঙ্গে যায়, কিন্তু শিক্ষার্থীদের বড় কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি।

Related Articles

Leave a Reply

Close
Close