দেশজুড়ে

দুধ চা খেয়ে হাসপাতালে একই পরিবারের চারজন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামে গুঁড়ো দুধ দিয়ে বানানো চা খেয়ে একই পরিবারের চারজন অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। শনিবার (২৩ নভেম্বর) এই ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার সূত্রে জানা যায়, বড়ধুশিয়া বাজারের আল আমিন স্টোর থেকে শুক্রবার রাতে ২০ টাকা মূল্যের টুডে গুঁড়ো দুধের প্যাকেট কিনে নেন আল আমিন। পরদিন শনিবার সকালে তার পরিবারের লোকজন ওই গুঁড়ো দুধ দিয়ে চা তৈরি করে পান করে। চা পান করার পর আব্দুল হালিমের মেয়ে সোনিয়া (১৬), জেরিন (১৩), আয়শা (৫) ও ছেলে সুজন (৯) বমি করতে থাকে এবং পাতলা পায়খানা শুরু হয়।

শনিবার(২৩ নভেম্বর) বিকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পারভিন সুলতানা বড়ধুশিয়া বাজারে গিয়ে আল আমিন স্টোর থেকে ২৫টি টুডে গুড়ো দুধ জব্দ করে নিয়ে আসেন।

তিনি জানান, ওই কোম্পানির গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে মেয়াদ উর্ত্তীণের তারিখ ঠিক রয়েছে। তবে কেন এমন হলো তা নিশ্চিত করতে জব্দ দুধের প্যাকেট ঢাকায় পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে অসুস্থতার কারণ জানা যাবে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close