করোনাশিল্প-বানিজ্য
দুদিনের বেতন দান করবেন জাবি শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার লক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।
রবিবার (৫ এপ্রিল) জাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষক সমিতির কার্যনির্বাহী পর্ষদের এক মিটিংয়ের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান পরিস্থিতির কারণে সাধারণ সভা ডাকা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে অন্যান্য শিক্ষকদের সঙ্গেও মোবাইলে কথা বলে তাদের মতামত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষক তাদের দুদিনের বেতনের অর্থ এ তহবিলে প্রদান করবেন।
/আরএম