দেশজুড়ে

দুদকের পরিচালক এনামুল বাছির গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ঘুষ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। তার আইনজীবী কামাল হোসেন সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুসসালামের একটি বাসা থেকে বাছিরকে গ্রেফতার করেছে দুদক।

গত ১৬ জুলাই খন্দকার এনামুল বাছির এবং মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মোহাম্মদ ফানাফিল্যা মানি লন্ডারিং আইনে সংস্থার ঢাকা-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

এর আগে দুদক প্রধান কার্যালয় থেকে ডিআইজি মিজান ও সংস্থার পরিচালক বাছিরের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর দুদক পরিচালকের পদ থেকে খন্দকার এনামুল বাছির ও পুলিশের ডিআইজির পদ থেকে মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close