দেশজুড়ে

দুই শিশুকে বিষ খাইয়ে হত্যা, মায়ের পরকীয়া প্রেমিক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই শিশু হত্যার ঘটনায় মা রিমা বেগমের পরকীয়া প্রেমিক মো. সফিউল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকার আব্দুল্লাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে ঢাকার আব্দুল্লাপুর থেকে দুই শিশু হত্যার ঘটনায় মা রিমা বেগমের পরকীয়া প্রেমিক মো. সফিউল্লাকে আশুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

গত ১০ মার্চ রাতে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের সুজন খানের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) হত্যা করে তার মা রিমা বেগম। পরকীয়া প্রেমিক সফিউল্লাহ এর পাঠানো বিষ মাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করা হয়। প্রথমে নাপা সিরাপ খেয়ে শিশুদের মৃত্যু হয় বলে প্রচারণা চালানো হয়। দুই সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিলে রিমাকে বিয়ে করবে বলে সফিউল্লাহ প্রলোভন দেখায়। রিমাকে গ্রেফতারের পর পুলিশ রহস্যের উন্মোচন করতে সক্ষম হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Osvežující saláty s Recept na
Close
Close