দেশজুড়ে
দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১
ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে নির্বাচনী সহিংসতায় মো. শফি নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ফটিকছড়ির ৮ নম্বর ওয়ার্ডের গোপালঘাটা আনন্দ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এই হতাহতের ঘটনা ঘটে।
এ সময় সংঘর্ষে আহত হন অন্তত আরও তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে গোপালঘাটা আনন্দ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ইউপি মেম্বার সরওয়ার ও বেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. শফি নামে একজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৩ জন।
আহতরা হলেন— রাসেল, রাব্বি ও আবুল হোসেনসহ বেশ কয়েকজন। এদিকে হতাহতের ঘটনায় দুই মেম্বার প্রার্থী সরোয়ার ও বেলালকে আটক করেছে পুলিশ।
এদিকে, ফটিকছড়ি উপজেলার বাগানবাজার হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও মেম্বার পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে, একই ইউনিয়নের পাইন্দং বেড়াজালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রেও মেম্বারপ্রার্থী কর্মীদের মধ্যে উত্তেজনার খবর পাওয়া গেছে।
এর আগে ভোরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে একপক্ষের সমর্থকরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযান চালিয়ে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ।