বিনোদন
দুই মিনিটে বিক্রি হয়ে গেল সব টিকিট
ঢাকা অর্থনীতি ডেস্ক: এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ভারত তো বটেই, সারা দুনিয়াতেই অন্যতম আলোচিত সিনেমা ছিল। হলিউডে সিনেমাটি নিয়ে যেভাবে মাতামাতি হয়েছে, অভিনয়শিল্পী, প্রযোজক, পরিচালকেরা যেভাবে আগ্রহ দেখিয়েছেন; সাম্প্রতিক কালে অন্য ভারতীয় সিনেমা নিয়ে সেটি হয়নি। হলিউডে ব্যাপক জনপ্রিয়তার কল্যাণেই বলা যায়, সিনেমাটি অস্কার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। এবার ‘আরআরআর’-এর প্রদর্শনী নিয়ে হুলুস্থুল পড়ে গেছে যুক্তরাষ্ট্রে।
৯ জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের টিসিএল চায়নিজ থিয়েটারে প্রদর্শিত হবে ‘আরআরআর’। আইম্যাক্স থিয়েটারের বড় পর্দায় সিনেমাটি দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। সেটা এতটাই যে বিক্রি শুরু হওয়ার মাত্র ৯৮ সেকেন্ডের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে গেছে।
চায়নিজ থিয়েটারের আইম্যাক্সে আগে আর কোনো ভারতীয় সিনেমা নিয়ে এতটা মাতামাতি দেখা যায়নি। কেবল এটিই নয়, আরও একটি সুখবর আছে ‘আরআরআর’–ভক্তদের জন্য।
৪ জানুয়ারি রাতে অনুষ্ঠিত হয় নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল অ্যাওয়ার্ডস। যেখানে ‘আরআরআর’ সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন এস এস রাজামৌলি। যেখানে তাঁর নাম ঘোষণার পর দর্শকদের উচ্ছ্বাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত বছরের ২৫ মার্চ মুক্তি পায় এই প্যান ইন্ডিয়ান সিনেমাটি। প্রায় সাড়ে পাঁচ শ কোটি রুপি বাজেটের সিনেমাটি প্রেক্ষাগৃহে ১ হাজার ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করে। সিনেমাটিতে অভিনয় করেছেন এনটিআর জুনিয়র, রাম চরণ, অজয় দেবগন, আলিয়া ভাট প্রমুখ।