দেশজুড়ে
দুই বাংলাদেশীকে দক্ষিণ আফ্রিকায় চাঁদার দাবিতে হত্যা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শরীয়তপুরের দুই ব্যক্তিকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করা হয়েছে বলে পরিবার জানিয়েছেন।
ঢাকা অর্থনীতি ডেস্কঃ শরীয়তপুরের দুই ব্যক্তিকে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করা হয়েছে বলে পরিবার জানিয়েছেন।
তারা হলেন জেলার নড়িয়া উপজেলার কাপাশপাড়া গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে আলম মোল্লা (৩৪) ও ভেদরগঞ্জ উপজেলার কাইছকড়ি গ্রামের শহর আলী মাঝির ছেলে উজ্জ্বল মাঝি (৩২)।
উজ্জ্বলের বড় ভাই মারুফ মাঝি বলেন, উজ্জ্বল প্রায় ১১ বছর ধরে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে দোকান চালান। বছর দেড়েক আগে আলমও সেখানে গিয়ে উজ্জ্বলের দোকানে কাজ নেন।
“কয়েক দিন ধরে সেখানকার চাঁদাবাজরা তাদের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদা না দেওয়ায় রোববার রাতে তারা আলমকে রান্না করার সময় গুলি করে। একই সময় উজ্জ্বলকে তার দোকানে ঢুকে গুলি করে। স্থানীরা তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
উজ্জ্বলের আরেক ভাই আহসান বেপারী জানান, তাদের লাশ কেপটাউন শহরের একটি হাসপাতালের হিমাগারে রয়েছে বলে তারা সেখানকার বাংলাদেশিদের কাছে খবর পেয়েছেন।
স্বজনরা লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারি সহযোগিতা চেয়েছেন।
/আরএম