ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইন্টার্নশিপ দুই বছর করার প্রস্তাবনা বাতিল চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। শনিবার (৩১ আগস্ট) ক্লাস ও পরীক্ষা বর্জন করে এ বিক্ষোভ করেন তারা।
এতে অংশ নেন মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের সকল শিক্ষার্থী।
এ সময় খসড়া নীতিমালাকে অযৌক্তিক আখ্যা দিয়ে তারা বলেন, এটি বাস্তবায়িত হলে মেধাবী শিক্ষার্থীরা ডাক্তারি পেশায় আসতে নিরুৎসাহী হবেন। এতে দেশ বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ক্লাস থেকে নেমে এসে ‘দুই বছর ইন্টার্নশিপ মানি না, মানবো না’ বলে স্লোগান দিতে থাকেন।
তাদের হাতে ‘দুই বছর ইন্টার্নশিপ মানি না, মানবো না’, ‘দুই বছর ইন্টার্নশিপ প্রস্তাবনা বাতিল চাই’, ‘উপজেলায় আমাদের নিরাপত্তা দেবে কে’, মেধাবীদের চিকিৎসা খাতে নিরূৎসাহিত করবেন না’ লেখা বিভিন্ন প্লেকার্ড দেখা যায়।
পরে অধ্যক্ষ বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার পরিকল্পনার কথা জানান তারা।
#এমএস