আমদানি-রপ্তানী

দুই দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে দুই দিন যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে ওই সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার ছিল স্বাভাবিক।

আখাউড়া স্থল বন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বলেন, আখাউড়ায় চতুর্থ দফা পৌরসভা নির্বাচন উপলক্ষে এ স্থল বন্দরের যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম দুই দিন বন্ধ রাখা হয়। এ বিষয়টি আগেই ভারতীয় ব্যবসায়ীদেরকে জানিয়ে রাখা হয়েছিল। সোমবার সকাল থেকে যাবতীয় আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানায়, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে এ বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম দুই দিন বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close