খেলাধুলাদেশজুড়েপ্রধান শিরোনাম
দুঃসংবাদ বিশ্বকাপের বাংলাদেশ শিবিরে!
ঢাকা অর্থনীতি ডেস্ক: ইনজুরির সঙ্গে লড়াই করছে বাংলাদেশ দল। অনুশীলনের সময় বাঁ হাতে ব্যথা পেয়ে পুরো দলকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছেন ওপেনার তামিম ইকবাল। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।
পরীক্ষা-নিরীক্ষা পর তামিমের হাতের প্রকৃত অবস্থা জানা যাবে। তামিম সহ অন্যদের ছোটখাটো ইনজুরি নিয়ে চিন্তা থাকলেও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ সুস্থ একটা দল পাওয়া নিয়ে আশাবাদী। ওভালের উইকেটে নিজ দলের ভালো করার সম্ভাবনার কথা শুনিয়েছেন তিনি, ‘মাত্রই হাতে ব্যথা পেয়েছে। এখনো কিছু সেভাবে বোঝা যাচ্ছে না। পর্যবেক্ষণ করা হচ্ছে, এখনই কোনো আপডেট দেওয়া সম্ভব নয়। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু চিন্তার ব্যাপার হলো, বল হাতে লাগা মাত্রই সে নেট থেকে বেরিয়ে এসেছে।‘
মাঠের এক পাশে ব্যাট করছিলেন তামিম। আচমকাই একটি বল ছোবল দেয় তাঁর বাঁ হাতে। ব্যথা পেয়ে অনুশীলন অসমাপ্ত রেখে বেরিয়ে যান তিনি।
এ ছাড়া অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, অলরাউন্ডার সাইফউদ্দিনেরও ছোটখাটো সমস্য থাকায় এদিন বিশ্রামে ছিলেন তাঁরা।