কৃষিশিল্প-বানিজ্য
দুঃখ প্রকাশ ও ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী
ঢাকা অর্থনীতি: কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য দিতে না পারায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, আগামী বছর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে সরকার। আগামীতে আর ধানের ধান নিয়ে কৃষককে বিপাকে পরতে হবে না বলেও তিনি জানান।
সোমবার (০৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভাঙন পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, টাঙ্গাইলে ভয়াবহ বন্যা সকল শ্রেণি পেশার মানুষেরই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে কৃষিখাতে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। কৃষকের ক্ষতি কাটিয়ে নিতে তাদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্তরা যে পর্যন্ত ক্ষতি পুষিয়ে উঠতে না পারবেন ততদিন পর্যন্ত তাদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ ভূঞাপুর গোপালপুর আসনের সাংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ প্রমুখ।
ভূঞাপুর ত্রাণ বিতরণ ছাড়াও উপজেলার আরো কয়েকটি স্থানে বিকেলে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।