বিনোদন

দীর্ঘ সময় পর মুক্তি পাচ্ছে ‘বেহুলা’

ঢাকা অর্থনীতি ডেস্ক: দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর রোববার (১৯ মে) মুক্তি পাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বেহুলা’।

কাজ শুরু করার দীর্ঘ ১০ বছর পর রিয়াজ রনির নির্মাণে অধ্যাপক-কবি আশরাফুজ্জামান বাবুলের গল্পে বেহুলা’ মুক্তি পাচ্ছে। চলচ্চিত্রটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় ও রিফাত চৌধুরী।

‘বেহুলা’ মূলত সমাজ ও ধর্মীয় নিয়মের শেকলে অবরুদ্ধ মানবতার ছবি। ৪০ মিনিট ব্যাপ্তিকালের চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন হাসনা হেনা। অন্যান্য চরিত্রে রয়েছেন আব্দুল মালেক, ইব্রাহিম খালেদ, তাহমিনা জাফর ও হেদায়েত হোসেন।

এর আবহ সঙ্গীত করেছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। ছবিটির প্রযোজনা করেছেন হাবিবুল ইসলাম চৌধুরী।

Related Articles

Leave a Reply

Close
Close